Type to search

Lead Story আন্তর্জাতিক

সিরিয়া সংকট: বৈঠকে বসছেন এরদোয়ান-পুতিন-রাইসি

সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তেহরানে বৈঠকে মিলিত হচ্ছে তুরস্ক, রাশিয়া ও ইরান। এতে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

বৈঠকে অংশ নিতে মঙ্গলবার পুতিন তেহরান সফরে যাচ্ছেন বলে সোমবার এক প্রতিবেদনে জানা গেছে। ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা বাড়ার মধ্যেই পুতিন সিরীয় সংঘাত নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন। খবর এএফপি ও আলজাজিরার।

সিরিয়ার টানা ১১ বছরের গৃহযুদ্ধ অবসানে কথিত ‘আস্তানা শান্তি প্রক্রিয়ার’ অংশ হিসেবে কয়েক বছর ধরে আলোচনা চালাচ্ছে তুরস্ক, রাশিয়া ও ইরান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মূল পৃষ্ঠপোষক রাশিয়া ও ইরান। অন্যদিকে আসাদবিরোধী ফ্রি সিরিয়ান আর্মির মতো বিদ্রোহী গ্রুপগুলোকে সামরিক সহায়তা দিচ্ছে তুরস্ক।

সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে নতুন অভিযান শুরুর হুমকি দিয়েছেন এরদোয়ান। অন্যদিকে সিরিয়ায় তুরস্কের যে কোনো সামরিক পদক্ষেপ এ ‘অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে’ বলে সতর্কবার্তা উচ্চারণ করেছেন রাইসি। এমন পরিস্থিতিতেই মঙ্গলবার তেহরানে তিন দেশের এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এবিসিবি/এমআই

Translate »