Type to search

Lead Story আন্তর্জাতিক

চীন-রাশিয়াকে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করতে দেব না বললেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার সৌদি আরব সফরে আরব নেতাদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য নিয়ে সবসময় সরব থাকবে।

তিনি বলেছেন, আমরা মধ্যপ্রাচ্য থেকে সরে যাব না। আর সেই জায়গায় চীন, রাশিয়া বা ইরানকে প্রভাব বিস্তার করতে দেব না।

জেদ্দার লোহিত সাগরের উপকূলে আরব নেতাদের নিয়ে আয়োজিত সম্মেলনে এমন মন্তব্য করেন বাইডেন।

এই সম্মেলনের মাধ্যমেই তার চারদিনের মধ্যপ্রাচ্য সফর শেষ হবে।

গত ১৩ জুলাই যুক্তরাষ্ট্র থেকে ইসরাইলে আসেন জো বাইডেন। অবৈধ ইহুদি দেশটিতে দুই দিনের রাষ্ট্রীয় সফর করেন তিনি।

ইসরাইল সফর শেষে তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন।

এরপর বাইডেন সৌদি আরবের বিমান ধরেন। সৌদিতে এসে তিনি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেন।

বাইডেন জানিয়েছেন, তিনি প্রিন্স সালমানের সঙ্গে সাংবাদিক ও কলামিস্ট জামাল খাসোগির হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে কথা বলেন।

তবে প্রিন্স সালমান বাইডেনকে জানান, জামাল খাসোগিকে সৌদি আরবের কর্মকর্তারা হত্যা করলেও, এ হত্যাকাণ্ডের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে জড়িত ছিলেন না। সূত্র: এনডিটিভি

এবিসিবি/এমআই

Translate »