বন্যায় বিপর্যস্ত সুনামগঞ্জে বাড়ছে পানিবাহিত রোগীর সংখ্যা
জেলা প্রতিনিধিঃ স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ পৌরসভা ও ৮টি ইউনিয়নের সব কয়টি গ্রাম-পাড়া-মহল্লা। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার পরিবার। টানা ১৪ দিন পর পানি কমতে শুরু করলেও গত ২ দিনের টানা বৃষ্টিপাতের ফলে গতকাল বৃহস্পতিবার থেকে আবারও পানি বাড়তে শুরু করেছে। এদিকে উপজেলার ১৪০টি বন্যা আশ্রয়কেন্দ্রসহ শহর এবং গ্রাম এলাকায় ডায়রিয়াসহ জ্বর, সর্দি, কাশিতে মানুষ আক্রান্ত হচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর বলেন, পুরো উপজেলায় ৫টি উপ-স্বাস্থ্যকেন্দ্রে এবং ২৪টি কমিউনিটি ক্লিনিকে মেডিক্যাল টিম কাজ করছে। এদিকে প্রধান সড়কগুলোতে ধীর গতিতে পানি কমতে থাকায় জগন্নাথপুর উপজেলা সদরের সাথে উপজেলার অভ্যন্তরে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। নৌকাই হচ্ছে যাতায়াতের একমাত্র বাহন। শহর এবং গ্রামগুলোর বাড়ি থেকে পানি কমলেও অসংখ্য কাঁচা ঘরবাড়ি বন্যার পানির স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও উপজেলা পরিষদ ক্যাম্পাসে বৃহস্পতিবার পর্যন্ত হাঁটুপানি রয়েছে।
চিলাউড়া হাই স্কুল আশ্রয়কেন্দ্রে থাকা চল্লিশোর্ধ্ব মহিলা কাঁচা বিবি জানান, পরিবারের সদস্যদের নিয়ে থাকার টিনশেড ঘরটি বন্যার পানির স্রোতে ধসে গেছে। এখন খোলা আকাশের নিচে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। আশ্রয়কেন্দ্রে থাকা বেশির ভাগ পরিবারের অবস্থা একই রকম।
এবিসিবি/এমআই