Type to search

Lead Story সারাদেশ

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খোলা সেই যুবকের বিরুদ্ধে মামলা

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও করা বায়েজিদ তালহার নামের সেই যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আজ সোমবার (২৭ জুন) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে সিআইডি।

সিআইডির সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ বলেন, বায়েজিদ ছাড়াও তার সহযোগী অজ্ঞাতনামা আরও কয়েকজনকে এ মামলায় অভিযুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, পদ্মা সেতুর নাট-বল্টু সম্ভব নয় হাত দিয়ে খোলা। এতে বোঝা যায়, এটি খোলা হয়নি হাত দিয়ে, সরঞ্জাম ব্যবহার করা হয়েছে।

এর আগে, গতকাল রবিবার বিকেলে বায়েজিদকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করে সিআইডি। আটককৃৃত ব্যক্তির বাড়ি পটুয়াখালী।

এবিসিবি/এমআই

Translate »