করোনায় সিনিয়র জেল সুপার আবু জাহেদের মৃত্যু
করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আবু জাহেদ (৪৯) মৃত্যুবরণ করেছেন। রোববার (২৬ জুলাই) দুপুর ১২টা ৪২ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আব্দুল্লাহ ইবনে তোফাজ্জল হোসেন খান বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ১১ জুলাই বিকালে আবু জাহেদকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর আগে ময়মনসিংহে তাঁর নমুনা পরীক্ষা করা হলে পরপর দুবার করোনা ফলাফল নেগেটিভ আসে। কিন্তু পুলিশ হাসপাতালে নেওয়ার পর তার সিটিস্ক্যান করা হলে করোনা রির্পোট পজিটিভ আসে।