আজ সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টে নামবে বাংলাদেশ
টেস্ট ক্রিকেটে বারবার ছন্নছাড়া ব্যাটিং ডুবিয়েছে বাংলাদেশ দলকে। এই ফরম্যাটে ব্যাটিংয়ে ধুঁকতে থাকা ছবিটা বদলানোর আরেকটি সুযোগ পাচ্ছে সাকিব আল হাসানের দল। সেন্ট লুসিয়ায় আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
অ্যান্টিগায় প্রথম টেস্টটা বিবর্ণ হয়ে গেছে টপ অর্ডারের ব্যর্থতায়। ৭ উইকেটে হেরে দুই ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে আছে সাকিব বাহিনী। সিরিজ হার এড়াতে দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। অ্যান্টিগার স্মৃতি ভুলে ব্যাটিংয়ে ছন্দ ফেরানোই তামিম-জয়দের মূল চ্যালেঞ্জ। প্রথম টেস্টে মিডল অর্ডারে সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান রান পেয়েছেন। কিন্তু হুড়মুড়িয়ে টপ অর্ডারের ভেঙে পড়াটা থামানো যাচ্ছে না।
অভিজ্ঞ তামিম ইকবালও ভরসা হতে পারছেন না। মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত তো যেন রান করতেই ভুলে গেছেন! ব্যাটিং অর্ডারের তিন ও চার নম্বরের মতো গুরুত্বপূর্ণ পজিশনে দুই বাঁহাতি ব্যাটসম্যান বারবার ব্যর্থ হচ্ছেন। অনেক আলোচনা, সমালোচনা হলেও টেস্টে দেশের সর্বোচ্চ ১১ সেঞ্চুরির মালিক মুমিনুল সেন্ট লুসিয়াতেও সুযোগ পাচ্ছেন। তাকে রানে ফেরানোর সর্বোচ্চ চেষ্টাই করছে টিম ম্যানেজমেন্ট। গত ৯ ইনিংসে দুই অঙ্কের ঘর পার হতে পারেননি মুমিনুল। যার মধ্যে তিন ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন।
তবে মুমিনুল টিকে গেলেও হয়তো একাদশ থেকে বাদ পড়তে পারেন শান্ত। গতকাল দলসূত্রে জানা গেছে, দ্বিতীয় টেস্টের একাদশে এনামুল হক বিজয়কে পরখ করা হতে পারে। দেশের হয়ে মাত্র চার টেস্ট খেলেছেন তিনি। সাকুল্যে ৭৩ রান করেছেন, শেষ টেস্ট খেলেছেন আট বছর আগে। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তার রেকর্ড খারাপ নয়। প্রায় সাড়ে ৭ হাজার রান করেছেন, আছে ২২ সেঞ্চুরি। ইয়াসির আলী রাব্বির বদলি হিসেবে টেস্ট দলে অন্তভুর্ক্ত হওয়া বিজয় সুযোগ পেতে পারেন দ্বিতীয় টেস্টে। সুযোগ পেলে লাল বলের ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসার প্রমাণ দিতে চান ডানহাতি এ টপ অর্ডার ব্যাটসম্যান। সেন্ট লুসিয়ায় অনুশীলনের পর ২৯ বছর বয়সি এ ক্রিকেটার বলেছেন, ‘আমি আট বছর পর জাতীয় দলে ডাক পেয়েছি টেস্টে, এটা আমার জন্য বড় সুযোগ। এখন নিজেকে প্রমাণ করার পালা যে, এটা আমি আসলে অনেক পছন্দ করি, আসলেই ভালোবাসি।’
২০১৪ সালে ক্যারিয়ারের শেষ টেস্টটা বিজয় খেলেছিলেন এই উইন্ডিজদের বিপক্ষেই এবং সেন্ট লুসিয়ায়। এখন আবার সেই ভেনু্যতেই প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছেন তিনি।
শুধু বিজয় নন, আজ বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে শরীফুল ইসলামকেও। দ্বিতীয় টেস্টের আগে উড়িয়ে নেওয়া হয়েছে এ বাঁহাতি পেসারকে। শরীফুল খেললে একাদশ থেকে বাদ পড়তে পারেন মুস্তাফিজ। ওয়ানডে সিরিজের আগে বিশ্রাম দেওয়া হতে পারে বাঁহাতি এ পেসারকে।
এবিসিবি/এমআই