সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি
নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত আজ মঙ্গলবার (২১ জুন) ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দেখানো ও এর কারিগরি দিক যাচাইয়ে যাচ্ছে না বিএনপি, বাংলাদেশ কল্যাণ পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ মুসলিম লীগসহ কয়েকটি রাজনৈতিক দল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, বিএনপি তো এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না। সেখানে নির্বাচন-সংক্রান্ত এই সভায় যাওয়ার প্রশ্নই ওঠে না।
গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেএসডি বলেছে, নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় অংশগ্রহণ করা অর্থহীন ও অপ্রয়োজন। এ জন্য অংশ নেবে না জেএসডি। এর আগে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপেও বিএনপি যায়নি।
এবিসিবি/এমআই