যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশিকে নিজ দোকানের সামনে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। দেশটির জর্জিয়া রাজ্যের রাজধানী আটলান্টায় আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদকে লক্ষ্য করে গুলি চালায় এক সন্ত্রাসী। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। মৃত্যুর গ্রামের বাড়ি নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরিনারায়ণপুরে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি সত্যতা নিশ্চিত করেন নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল। তিনি জানান, মাহফুজ তাঁর বাবা, স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ আটলান্টায় থাকতেন। ৪ ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়।
নিহতের ভাই মাহবুব হোসেন লিটন জানান, দশ বছর আগে যুক্তরাষ্ট্রে যান মাহফুজ। সেখানে দোকান ব্যবসা শুরু করেন তিনি। বুধবার দোকান বন্ধ করে বাসার উদ্দেশে রওনা দিলে তাঁর ওপর গুলি চালায় এক সন্ত্রাসী।
এবিসিবি/এমআই