Type to search

সারাদেশ

চট্টগ্রামে অবৈধভাবে চাল মজুদ রাখার দায়ে সাত রাইস মিলকে জরিমানা

জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে চাল মজুদ রাখার দায়ে সাত রাইস মিলকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) দুপুর ১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা উপজেলার বিভিন্ন অটো রাইস মিল ও চাল মজুদকারী প্রতিষ্ঠানে অভিযানে নামেন। এ সময় অবৈধভাবে চাল মজুদ রাখার দায়ে উপজেলার কেরানীহাট বাজারের শাহ মজিদিয়া অটো রাইস মিলকে ৩০ হাজার টাকা, শাহ জালাল অটো রাইস মিলকে ২০ হাজার টাকা, মহাম্মদিয়া অটো রাইস মিলকে ১৫ হাজার টাকা ও মৌলভীর দোকানের মামাভাগিনা অটো রাইস মিলকে ১৫ হাজার টাকা, নিউ ছৈয়দ মক্কি অটো রাইস মিলকে ২০ হাজার টাকা এবং আরাফাত অটো রাইস মিলকে ২০ হাজার টাকা এবং বাজালিয়া ইউনিয়নের জান্নাত আরা অটো রাইস মিলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা জানান, আকস্মিকভাবে বাজারে চালের দর বৃদ্ধি পাওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে মজুদদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তপন কুমার বড়ুয়া ও সাতকানিয়া থানার পুলিশ বাহিনীর সদস্যরা।

এবিসিবি/এমআই

Translate »