Type to search

Lead Story জাতীয় স্বাস্থ্য

করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪ জন

corona-সারা বিশ্বে ২৪ ঘণ্টায় ৭ লাখ মানুষ করোনাক্রান্ত

করোনাভাইরাসে শনাক্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে একজন মারা গেছেন। রবিবার নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৪ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন। মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৩০ মে) একথা জানানো হয়।
এতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৩৭০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৪ জন। শনাক্তের হার দশমিক ৬৩ শতাংশ। আগের দিন পাঁচ হাজার ৫৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী আক্রান্ত হয়েছিল ৪০ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৭৯ শতাংশ। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৩ দশমিক ৮৪ শতাংশ।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪১ লাখ ১৮ হাজার ২৭২ জনের নমুনা পরীক্ষায় মোট আক্রান্ত হয়েছেন ১৯ লক্ষ ৫৩ হাজার ৪৮১ জন।
এদিকে, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় চার হাজার ১৩১ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছে ২৪ জন। শনাক্তের হার দশমিক ৮৫ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৫৮ শতাংশ।
করোনার আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৬৯ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লক্ষ ২ হাজার ৫৯১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৯ শতাংশ।

এবিসিবি/এমআই

Translate »