Type to search

Lead Story আন্তর্জাতিক

বিদেশি প্রযুক্তির ওপর রাশিয়ার নির্ভরতা অবশ্যই কমাতে হবে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার (২০ মে) ‘প্রযুক্তিগত সার্বভৌমত্বের’ আহ্বান জানিয়ে বলেছেন, মস্কো ইউক্রেনে সৈন্য পাঠানোর পর রাশিয়া বারবার সাইবার হামলার শিকার হয়েছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এএফপি।

দেশটির নিরাপত্তা পরিষদের বৈঠক চলাকালে পুতিন বলেন, ‘গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর সামরিক অভিযান শুরুর পর থেকে দেশে সাইবার হামলার সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে।

’পুতিন আরও বলেন, বিভিন্ন দেশ থেকে এসব হামলা চালানো হলেও তা ‘একেবারে সমন্বিতভাবে’ করা হচ্ছে।ঘ

টেলিভিশনে প্রচার করা বক্তব্যে তিনি বলেন, হামলাগুলোর লক্ষ্য ‘গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো। এর মধ্যে রয়েছে মিডিয়া, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি পোর্টাল।

এক্ষেত্রে পুতিন বলেন, ‘বিদেশি প্রোগ্রাম, কম্পিউটার প্রযুক্তি ও টেলিকমিউনিকেশন সরঞ্জামাদির ব্যবহার নিয়ে সম্মিলিত ঝুঁকি একেবারে কমানো প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রযুক্তিগত সার্বভৌমত্ব জোরদার করার ক্ষেত্রে সরকারের পক্ষে যতদ্রুত সম্ভব একটি আধুনিক রাশিয়ান মৌলিক ভিত্তি গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে।’

এবিসিবি/এমআই

Translate »