Type to search

Lead Story রাজনীতি

বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হতে বাধ্য

মির্জা ফখরুল-এবিসিবি নিউজ-abcb news

বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হতে বাধ্য বলে মন্তব্য করেছেন বিএনপি মাহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ মে) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর খাগড়াবাড়ি বাসুদেবপুর এলাকায় ২০১৪ সালের ৫ জানুয়ারিতে নির্বাচনি সহিংসতায় নিহত নেতা-কর্মীদের পরিবারের খোঁজখবর নেওয়ার পরে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল জানান, ‘ইতোমধ্যে শ্রীলঙ্কার মতো অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে বংলাদেশের। দেশে এতো পরিমাণের ঋণ গ্রহণ করা হয়েছে, যা দেশের জনগণের মাথাপিছু প্রায় ৪৭২ ডলারে গিয়ে ঠেকেছে। অতি শিগগিরই মুদ্রাস্ফীতি বেড়ে সমস্যা এতো প্রকট আকার ধারণ করবে যে, সেখান থেকে বেরিয়ে আসা আর মানুষের পক্ষে সম্ভব হবে না।’

দেশের চলমান সংকটের দায়ে ও আসন্ন ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে বাণিজ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

এবিসিবি/এমআই

Translate »