ভারতে সিলিন্ডার গ্যাসের দাম হাজার টাকা বাড়ায় বিপাকে সাধারণ মানুষ

গত দেড় মাসে এই নিয়ে রান্নার গ্যাসের দাম দুই বারে ১০০ টাকা বাড়ল। এর আগে গত ২২ মার্চ গ্যাসের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল। উত্তরপ্রদেশ-সহ দেশের পাঁচ রাজ্যের ভোটের ফলপ্রকাশের পরে দুইবার বাড়ল রান্নার গ্যাসের দাম। গত দু’মাসে হোটেল-রেস্তরাঁয় ব্যবহারের বাণিজ্যিক সিলিন্ডারের দামও ৪৫৭.৫০ টাকা বেড়েছে।
রান্নার গ্যাসের একটি সিলিন্ডারের দাম এবার এক হাজার টাকার বেশি হয়ে গেলো। ভর্তুকির পরিমাণ কমে দাঁড়ালো মাত্র সাড়ে উনিশ টাকা। পশ্চিমবঙ্গে গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হলো এক হাজার ২৬ টাকা। এই প্রথমবার রান্নার গ্যাসের সিলিন্ডার এত দাম দিয়ে কিনতে হচ্ছে সাধারণ মানুষকে।
সরকারি তথ্য বলছে, মনমোহন সরকারের শেষ বছরে রান্নার গ্যাসে ভর্তুকি দেওয়া হয়েছিল ৪৬ হাজার ৫০০ কোটি টাকা। মোদী সরকারের প্রথম বছরেই যা কমে দাঁড়ায় ৩৬ হাজার ৫০০ কোটি টাকায়। ২০২১-২২-এর প্রথম নয় মাসে রান্নার গ্যাসের ভর্তুকির অর্থ এসে দাঁড়ায় প্রায় দুই হাজার ৭০৬ কোটি টাকায়।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ, ‘‘ইউপিএ সরকারের আমলে প্রতি সিলিন্ডারে ৮২৭ টাকা করে ভর্তুকি দেওয়া হত। উপভোক্তাকে দাম দিতে হতো ৪১৪ টাকা। আজ ভর্তুকির পরিমাণ কমিয়ে গ্যাসের দাম হাজারে পৌঁছে দেয়া হয়েছে।
বিপিএল তালিকাভুক্ত যে গরিব পরিবারগুলিকে উজ্জ্বলা যোজনায় বিনা পয়সায় গ্যাসের সংযোগ দিয়েছিল কেন্দ্রীয় সরকার, গ্যাসের দাম বাড়ায় আজ তারা সমস্যায় পড়েছেন।
বারে বারে বাড়ছে গ্যাসের দাম, তাই মাটির চুলা আর কাঠপাতার জ্বালানিতেই আবার ফিরবেন গ্রাম বাংলার অধিকাংশ নিম্নআয়ের মানুষজন? অনেকে এখনই অর্থাভাবে সিলিন্ডার আর ওভেন বিক্রিও করে দিচ্ছেন।
এবিসিবি/এমআই