ঈদ ঘিরে সক্রিয় বিএনপি ও ২০ দলীয় জোট নেতারা

মহামারি করোনাভাইরাস সংক্রমণ নিম্নমুখী হওয়ায় সাধারণ মানুষের এবারের ঈদ উদযাপন ছিল স্বস্তিময়। নগর ছেড়ে গ্রামে নিজের এলাকায় গিয়ে পরিবার ও স্বজনদের সঙ্গে আনন্দেই সময় কেটেছে তাদের। এই সুযোগে রাজনীতিবিদরাও নিজ নিজ নির্বাচনী এলাকায় মাঠ পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেছেন।
ঈদুল ফিতরের পরও বিএনপি ও ২০ দলীয় জোটের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন দেশের বিভিন্ন এলাকায়। দলীয় নেতাকর্মীদের খোঁজ নেওয়ার পাশাপাশি যোগ দিচ্ছেন ঈদ পুনর্মিলন, সংবর্ধনা, ধর্মীয় ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার প্রত্যাশা তুলে ধরে নির্বাচনী প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা। একই সঙ্গে সরকারবিরোধী সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানাচ্ছেন সবার প্রতি।
এরই মধ্যে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে ঈদ-উত্তর শুভেচ্ছা বিনিময় করেছেন বরিশাল-৫ আসনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কিশোরগঞ্জ-৬ আসনে ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, মুন্সীগঞ্জ-১ আসনে স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নেত্রকোনা-২ আসনে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক।
টাঙ্গাইল-২ আসনে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে সফর করে খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। টাঙ্গাইল-৩ আসনে রমজান মাসজুড়ে গণসংযোগ চালিয়েছেন ও নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী করেছেন কৃষক দল নেতা মাঈনুল ইসলাম।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল। মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নের চুলাগ্রামে নিজের বাড়িতে সমবেত এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি। ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপি নেতা মামুন বিন আবদুল মান্নান তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে জনসংযোগ করেন।
এ ছাড়া নেত্রকোনা-৩ আসনে জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, পটুয়াখালী-৪ আসনে এ বি এম মোশাররফ হোসেন, জামালপুর-৩ আসনে দলের সহ-জলবায়ুবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের স্ত্রী কামরুন্নাহার শিরিন ও বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, খুলনা-৩ আসনে খুলনা মহানগর বিএনপির সদস্য রাকিবুল ইসলাম বকুল গণসংযোগ অব্যাহত রেখেছেন।
এলাকায় ঈদ পুনর্মিলনী করেছেন পটুয়াখালী-২ আসনে দলের সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, সিরাজগঞ্জ-৬ আসনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম সারোয়ার, ঝিনাইদহ-৪ আসনে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, কিশোরগঞ্জ-৪ আসনে ডা. ফেরদৌস আহমেদ চৌধুরী (লাকী) প্রমুখ।
বাগেরহাট-৩ আসনে ড. শেখ ফরিদুল ইসলাম এলাকায় দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের সময় দলকে শক্তিশালী করে আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হওয়ায় মজিবুর রহমানকে তার নিজের এলাকা পটুয়াখালীর দুমকীতে সংবর্ধনা দেন স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।
ঈদের দিন ও এর পরদিন নির্যাতিত, গুম পরিবারের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন বিএনপির নেতা-সংগঠকরা। যাদের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, দলের নেতা আমান উল্লাহ আমান, আমিনুল হক, সালাহউদ্দিন আহমেদ, তানভীর আহমেদ রবীন, সাইফুল আলম নীরব, এস এম জাহাঙ্গীর, মামুন হাসান, শেখ রবিউল আলম রবি, এস এ সিদ্দিক সাজু প্রমুখ।
জোট নেতাদের গণসংযোগ :জাতীয় ঐক্যফ্রন্টের নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব তার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-৪ আসন ছাড়াও পুরো জেলায় কর্মিসভাসহ সাধারণ মানুষের মধ্যে গণসংযোগ চালিয়েছেন।
২০ দলীয় জোটের নেতাদের মধ্যে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ, শুভেচ্ছা বিনিময় ও ঈদ পুনর্মিলন করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ। নির্বাচনী এলাকার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করার কথা জানিয়েছেন তারা।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ঈদের দিন বিকেল থেকে আজ শনিবার পর্যন্ত পাঁচ দিন গণসংযোগ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন লিবারেল এলডিপি অপরাংশের মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম। নির্বাচনী এলাকার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গণসংযোগ করছেন তিনি।
এ ছাড়াও কুষ্টিয়া-২ আসনে জাতীয় পার্টির (জাফর) আহসান হাবিব লিঙ্কন, পিরোজপুর-১ আসনে শামীম সাঈদী, ঠাকুরগাঁও-২ আসনে জেলা জামায়াতে ইসলামীর আমির মওলানা মুহাম্মদ আব্দুল হাকিম, নড়াইল-২ আসনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।-সমকাল
এবিসিবি/এমআই