নিত্যপণ্যের দামে মানুষের জীবন দুর্বিষহ: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিবছরই কয়েকবার করে গ্যাস-তেলের দাম বাড়ানো হয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম বাড়ায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
শুক্রবার (৩০ এপ্রিল) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ১৯৭২ সালেও আওয়ামী লীগ ক্ষমতায় এসে মানুষের ওপর অত্যাচার করেছিল। আমরা দেখেছিলাম, ‘৭৪ সালে কী ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। এসব কাটাতে না পেরে ‘৭৫ সালে তারা বাকশাল করেছিল। মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছিল। আজ আবার তারা গণতন্ত্রের লেবাস পরিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চালু করছে। ক্ষমতায় আসার পর থেকেই পরিকল্পিতভাবে মূল সংবিধান পাল্টে তারা স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে
তিনি বলেন, এ দেশের রাজনৈতিক কাঠামোতে যেটা সবচেয়ে বড় ক্ষতি করেছে, সেটা হলো তারা তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছে। আপনারা জানেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি আওয়ামী লীগই নিয়ে এসেছিল। তারা এ দাবিতে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করেছিল। তবে ক্ষমতায় আসার পর তারা তা বাতিল করে। আজ মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি আরও বলেন, র্যাব এত বেশি মানবাধিকার লঙ্ঘন করে, অন্যায় করেছে যে আজ আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। সাতজন কর্মকর্তা, যাদের মধ্যে আমাদের পুলিশপ্রধানও আছেন তাদের আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। তাদের বরখাস্ত করা উচিত ছিল। তা না করে কয়েক দিন আগে আবারও দু’জনকে ক্রসফায়ারে হত্য করা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, সমস্যাগুলো দূর না করলে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে না। আর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন- তারা ভারতের কাছে সহায়তা চাইবেন। এ সমস্যা যারা তৈরি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তারা ভারতের কাছে সাহায্য চাইছে।
বিএনপি মহাসচিব বলেন, সরকার মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। তাদের আরও সময় দেওয়া হলে দেশের অস্তিত্ব থাকবে না। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং জাতীয় ঐক্য করতে হবে।
সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজীব, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।-সমকাল
এবিসিবি/এমআই