সাতক্ষীরা প্রেসক্লাবকে সাংবাদিকশূন্য করার পরিকল্পিত ষড়যন্ত্রকে রুখে দেওয়ার আহবান

জেলা প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী সাতক্ষীরা প্রেসক্লাবকে সাংবাদিকশূন্য করার পরিকল্পিত ষড়যন্ত্রকে রুখে দেওয়ার অঙ্গীকার করে মিলিত হলেন এক মিলনমেলায় দুই জোটের কর্মরত সাংবাদিকরা। তারা অঙ্গীকার করলেন সাতক্ষীরা প্রেসক্লাব হবে গণতন্ত্রের চর্চাকেন্দ্র, সাংবাদিকতার উৎকর্ষ সাধন কেন্দ্র এবং সমাজের সব মানুষের কথা বলার অবারিত দ্বার। মতাদর্শগতভাবে এক ও অভিন্ন পথ অনুসরণ করে প্রেসক্লাবের উন্নয়নে এগিয়ে যাবেন সাংবাদিকরা এই প্রত্যয় তারা ব্যক্ত করেন।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টারের লেকভিউ রেস্টেুরেন্টে এক ইফতার মাহফিলে মিলিত হন বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা। তারা অতীতের সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে নিজেদের একই পথে একই লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহবান জানান। মিলনমেলায় সুভাষ চৌধুরী নেতৃত্বাধীন সাংবাদিক ঐক্য, ফারুক মাহাবুবর রহমানের নেতৃত্বে আহবায়ক কমিটি এবং জিএম নূর ইসলাম-মোহাম্মদ আলী সুজনের নেতৃত্বধীন গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে এসব অঙ্গীকার করেন। ইফতার মাহফিলে উপস্থিত সবাই সাংবাদিকদের এই মহা ঐক্যকে স্বাগত জানিয়ে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগান।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন সাবেক সভাপতি দৈনিক যুগান্তর ও এনটিভির সুভাষ চৌধুরী, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, সাবেক সভাপতি চ্যানেল আই এর এড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক ও একুশে টিভির মনিরুল ইসলাম মিনি, সাবেক সভাপতি আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, সর্বশেষ নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ভোরের ডাকের মোহাম্মদ আলী সুজন, বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ও আহবায়ক ফারুক মাহবুবুর রহমান সাংবাদিক নেতা।
ইফতার মাহফিলে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি দৈনিক ইনকিলাবের শেখ আব্দুল ওয়াজেদ কচি, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক দিনকালের মো: আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক নিউ এজ ও সময়ের খবরের রুহুল কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক সময়ের আলোর কাজী শহিদুল হক রাজু, সপ্তাহিক সূর্যের আলো সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, দৈনিক পত্রদূত’র ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত কমিটির যুগ্ম সম্পাদক মোহনা টিভি ও সমাজের কথার আব্দুল জলিল, দৈনিক প্রবাহের এড. খায়রুল বদিউজ্জামান, দেশ টিভি বিডি নিউজের শরিফুল্লাহ কায়সার সুমন, দৈনিক কল্যাণের কাজী শওকত হোসেন ময়না, ইনডিপেন্টডেন্ট টিভি ও আজকের পত্রিকার আবুল কাশেম, ডিবিসি নিউজ ও অবজারভাবের এম জিল্লুর রহমান, কালেরকণ্ঠের মোশারফ হোসেন, চ্যানেল ২৪ এর আমিনা বিলকিস ময়না, চ্যানেল নাইনের কৃষ্ণ মোহন ব্যানার্জি, নয়া দিগন্তের মুহা: জিল্লুর রহমান, আমাদের নতুন সময়ের ডিএম কামরুল ইসলাম, খবরপত্রের রবিউল ইসলাম, দৈনিক কালের চিত্রের আশরাফুল ইসলাম খোকন, বাংলা টিভির গোপাল কুমার মন্ডল, যমুনা টিভির আহসানুর রহমান রাজীব, বণিক বার্তার গোলাম সরোয়ার, দৈনিক গণজাগরণের শেখ বেলাল হোসেন, বাংলা নিউজের শেখ তানজির হোসেন, বাংলাদেশ নিউজের আব্দুস সামাদ, ঢাকা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, দৈনিক তথ্যের সৈয়দ রফিকুল ইসলাম শাওন, সমাজের কাগজের আমিরুজ্জামান বাবু, এফএনএস এর এসএম শহিদুল ইসলাম, সিটিজেন টাইমন্স এর ফারুক রহমান, সাতক্ষীরা প্রেসক্লাব নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী নুর ইসলাম-সুজন পরিষদের সহ-সভাপতি প্রার্থী আজকের সাতক্ষীরার জাহাঙ্গীর আলম কবির, যুগ্ম-সম্পাদক প্রার্থী ভোরের পাতার মহিদার রহমান, সাংগঠনিক সম্পাদক প্রার্থী দৈনিক দৃষ্টিপাতের মীর আবু বকর, অর্থ সম্পাদক প্রার্থী সাপ্তাহিক মুক্ত স্বাধীন সম্পাদক আবুল কালাম, আজকের সাতক্ষীরার মো: মাসুদুজ্জামান সুমন, দৈনিক দৃষ্টিপাতের জিএম আদম শফিউল্লাহ, শেয়ার বিজ এর সৈয়দ তপু হাসেমী, আমার সংবাদের কাজী নাসির উদ্দিন, দৈনিক দৃষ্টিপাতের ওমর ফারুক, দৈনিক খুলনার আবু সাঈদসহ সাংবাদিক ও ফটো সাংবাদিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। -প্রেসবিজ্ঞপ্তি
এবিসিবি/এমআই