Type to search

Lead Story আন্তর্জাতিক

বিশ্বকে আর বিশ্বাস করি না বললেন জেলেনস্কি

ইউক্রেনের যুদ্ধের তীব্রতা বৃদ্ধির পর ‘কিছু দেশ বা কিছু নেতা’র নির্ভরযোগ্যতায় আর বিশ্বাস রাখতে পারছি না।’ সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই মন্তব্য করেছেন।

হলোকাস্টের ঘটনা স্মরণ করে বিশ্বনেতারা যখন এমন ঘটনা ‘আর কখনোই ঘটবে না’ বলে আশ্বাস দেন, তাদের কথা তখন বিশ্বাস হয় কিনা? সাক্ষাৎকারে সিএনএনের জেক তাপ্পের জেলেনস্কিকে এমন প্রশ্ন করেন।

এর জবাবে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনে যা ঘটছে তা দেখার পর আমি আর বিশ্বকে বিশ্বাস করি না। আমি বলতে চাচ্ছি, আমি বিশ্বাস করি না যে, কিছু দেশ বা কিছু নেতাকে আমাদের বিশ্বাস করা উচিত।’

জেলেনস্কি আরও বলেন, ‘আমরা কথায় আর বিশ্বাস করি না। রাশিয়ার উত্তেজনা বৃদ্ধির পর আমরা আমাদের প্রতিবেশীদের আর বিশ্বাস করি না। আমরা এসব আর বিশ্বাস করি না।’

এছাড়া সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, তিনি লিখিত নিরাপত্তা আশ্বাস এবং আন্তর্জাতিক আইনেও বিশ্বাস করেন না আর।

এসময় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমি নথিপত্রেও এমনকি বিশ্বাস করি না কারণ আমাদেরও বুদাপেস্ট মেমোরেন্ডাম আছে। আমার ধারণা এর বিস্তারিত সবাই জানেন। আমার জন্য এটি একটি কাগজের টুকরো ছাড়া কিছুই নয়। এর কোনো দাম নেই।’

জেলেনস্কি আরও বলেন, আমরা কেবল চুক্তিবদ্ধ, বাস্তব বিষয়ে বিশ্বাস করি। আপনারা যদি আমাদের বন্ধু বা অংশীদার হন, তাহলে আমাদের অস্ত্র দিন, লোকবল দিন, সমর্থন দিন, অর্থ দিন এবং রাশিয়াকে থামান এবং তাদের বিতাড়িত করুন। আপনারা আমাদের বন্ধু হলে ঠিকই এগুলো করতে পারবেন’, যোগ করেন জেলেনস্কি।

এবিসিবি/এমআই

Translate »