Type to search

Lead Story আন্তর্জাতিক

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বে খাদ্য সংকট বাড়ছে

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে বিশ্বব্যপী খাদ্য সংকট বেড়ে যাওয়ার জন্য মস্কোকে দায়ী করা হচ্ছে। দেশটিতে মস্কোর আগ্রাসনে গমের মজুদ লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে বলে বলা হচ্ছে। এছাড়াও কিয়েভে খাদ্যশস্য বহন ব্যহত হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে সভাপতিত্বের দায়িত্ব পালন করার পর সংবাদ সম্মেলনে জোসেফ বোরেল বলেন, বর্তমানে ‘তারা (রাশিয়া) বিশ্বে খাদ্য ঘাটতির প্রধান কারণ। কেননা, ইউক্রেনের বিভিন্ন নগরীতে বোমা হামলা চালানো  এবং দেশটি থেকে খাদ্যশস্যের যোগান বন্ধ হয়ে পড়ায় বিশ্বে খাদ্য সংকট অনেকটা বেড়ে যেতে দেখা যাচ্ছে।’

এদিকে মারিউপুলে রাশিয়ার রাসায়নিক হামলার দাবি যাচাই করতে চেয়েছে ব্রিটেন। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী লিজ ট্রাস টুইটারে লিখেছেন, ‘রাশিয়ান বাহিনী মারিউপুলের জনগণের ওপর রাসায়নিক হামলা চালিয়েছে বলে রিপোর্ট পাওয়া গেছে। আমরা এ বিষয়টি বিস্তারিতভাবে যাচাইয়ের জন্য শরিকদের সঙ্গে কাজ করছি।এ ধরণের অস্ত্রের যে কোন ব্যবহার সংঘাতের পরিস্থিতি আরো বাড়িয়ে দেবে এবং আমরা পুতিন ও তার সরকারকে জবাবদিহিতার মুখোমুখি করবো।’

এবিসিবি/এমআই

Translate »