Type to search

Lead Story খেলাধুলা

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি

ডারবান টেস্টে বাংলাদেশের অন্য ব্যাটাররা যখন উইকেট বিলিয়ে দিয়ে আসছিল, তখন মাহমুদুল হাসান জয় ছিলেন অবিচল। একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটিকে রূপ দেন সেঞ্চুরিতে। ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যান তিন অঙ্ক ছুঁয়েছেন ২৬৯ বলে। যেখানে ১০টি চার ও একটি ছয়ের মার খেলেছেন তিনি। বলের হিসেবে টেস্টে বাংলাদেশের মন্থরতম শতকের তালিকায় ষষ্ঠ স্থানে জায়গা পেয়েছে ইনিংসটি।

টেস্টে এতদিন দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের কোনো সেঞ্চুরি ছিল না। এমনকি দেশের মাটিতেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের কোন ব্যাটারের টেস্ট শতক ছিল না। সেটা ঘুচালেন মাহমুদুল হাসান জয়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের আগের ব্যক্তিগত সর্বোচ্চ ছিল মুমিনুল হকের। ২০১৭ সালে পচেফস্ট্রুমে বাংলাদেশের প্রথম ইনিংসে ৭৭ রান করেছিলেন বর্তমান টেস্ট অধিনায়ক।

জয়কে সঙ্গ দিচ্ছিলেন ইয়াসির আলি চৌধুরী। দুজনের জুটিতে দুইশ ছাড়িয়েছে বাংলাদেশের স্কোর। তবে অহেতুক রান আউটে ইয়াসিরের বিদায়ে ভেঙেছে এই জুটি। অলিভিয়ের ডেলিভারিতে সহজেই সিঙ্গেল নেন জয়। কিন্তু দ্বিতীয় রান নিতে গিয়েই বাঁধে বিপত্তি। ৩৭ বলে ২২ রান করে ফেরেন ইয়াসির। দুজনের জুটি ভাঙে ৩৩ রানে। জয়ের সঙ্গে নতুন ব্যাটসম্যান মেহেদি হাসান মিরাজ।

৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ এখন ২৫২। টাইগাররা প্রোটিয়াদের চেয়ে এখনো ১১৫ রানে পিছিয়ে। ক্রিজে ১০২ রানে জয় ও ২৪ রানে ব্যাট করছেন মিরাজ।

এর আগে ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে আটকে দিয়ে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ দল।

এবিসিবি/এমআই

Translate »