Type to search

সারাদেশ

সাতক্ষীরার তালায় অসাধু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় বিকাশ কুমার ঘোষ নামের এক অসাধু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে। রবিবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস এ আদেশ দেন।

অভিযুক্ত বিকাশ ঘোষ তালা সদর ইউনিয়নের জেয়ালা এলাকার খগেন্দ্রনাথ ঘোষের ছেলে।

জানা যায়, বিকাশ ঘোষ তার দোকানে দীর্ঘদিন ধরে অবৈধ গ্লুকোজ পাউডার বিক্রি করে আসছিল। এলাকার অসাধু দুধ ব্যবসায়ীরা তার কাছ থেকে গ্লুকোজ কিনে অতিরিক্ত দুধ তৈরি করে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছিল।

সন্ধ্যায় পুলিশ জাতপুর সংলগ্ন এলাকা থেকে চার বস্তা গ্লুকোজ পাউডারসহ বিকাশ ঘোষকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এবিসিবি/এমআই

Translate »