Type to search

সারাদেশ

মৌলভীবাজারে মাটিচাপায় প্রাণ গেলো তিন শিশুর

জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের পশ্চিম ইসলাম নগর এলাকায় টিলার মাটিচাপায় তিন শিশুর মৃত্যু হয়েছে।  গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো-ওই গ্রামের তসিবুল রহমানের ছেলে সুমন মিয়া (১৫), আব্দুল করিমের ছেলে আব্দুল কবির (১০) ও আব্দুস সালামের ছেলে নাহিদ আহমদ (১৪)।

জানা গেছে, ইসলাম নগর এলাকার রাবার বাগানের ভেতরে ঘাগড়া ছোড়া পাড়ে টিলার মাটিচাপা পড়ে ওই ৩ শিশুর নিহত হয়।

ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, টিলার মাটিচাপা পড়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

কুলাউড়া থানার এসআই ফখরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এবিসিবি/এমআই

Translate »