ভয়াবহ পরিস্থিতি তৈরির দায়ীদের বিচারের আওতায় আনা হবে: মির্জা ফখরুল
ভয়াবহ পরিস্থিতি তৈরি করার জন্য আওয়ামী লীগের প্রত্যেকটি দায়ী ব্যক্তিকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৫ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী হেল্প সেল আয়োজিত এক আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
‘চলমান গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী ও গুম, খুন ও নির্মম নির্যাতনের শিকার পরিবারকে’ আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, আমি আশা করি- এই অন্ধকার কেটে যাবে। মানুষ জেগে উঠছে। জেগে উঠবে, ইনশাআল্লাহ। আর আওয়ামী লীগ যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে, এজন্য প্রত্যেকটি দায়ী ব্যক্তিকে চিহ্নিত করা হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনা হবে। জনগণই তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।
আওয়ামী লীগ বাংলাদেশকে ভয়াবহ নরকে পরিণত করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এই দেশটাকে ভয়াবহ, শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতিতে নিয়ে গেছে। আজকে দুর্ভাগ্য, যারা জোর করে ক্ষমতায় টিকে আছেন তাদের কিন্তু কোনো বোধোদয় হচ্ছে না। তারা একইভাবে কথা বলে যাচ্ছেন। আর তারা মানুষ ও জনগণের সঙ্গে প্রতারণা করেছেন।
তিনি আরও বলেন, একটা কথা আছে- ধর্মের কল বাতাসে নড়ে। আমরা যখন এসব কথা বলি তখন তাদের কানে যায় না। বিভিন্নভাবে সেটাকে তারা বিদ্রুপ পর্যন্ত করেছে। হারিয়ে গেছে, প্রেম করেছে, প্রেম করে চলে গেছে। এ সমস্ত কথা-বার্তা তারা বলতে দ্বিধা করেনি।
গত ৯ বছরে সারাদেশে গুম, খুন এবং পঙ্গুত্বের শিকার নেতাকর্মীর ৩১৭টি পরিবারকে এককালীন অর্থসহায়তা ও ৪০টি পরিবারকে মাসিক শিক্ষাবৃত্তি প্রদান এবং কারান্তরীণ নেতাকর্মীদের আর্থিক সহায়তা করছে জাতীয়তাবাদী হেল্প সেল। সংস্থাটি এ পর্যন্ত ১ কোটি ৭ লাখ ৫০ হাজার ৫০০ টাকা অনুদান দিয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গুম ও খুনের শিকার হওয়া ১৩টি অসহায় পরিবারের সন্তানদের হাতে হেল্প সেলের উদ্যোগে আর্থিক অনুদান অনুষ্ঠানে ‘উপহার’ তুলে দেন ফখরুল।
আয়োজক সংগঠনের সদস্য তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মামুন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, তাহসীনা রুশদীর লুনা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সম্পাদক ইকবাল হাসান শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।-সমকাল
এবিসিবি/এমআই