Type to search

খেলাধুলা

মারা গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও লেগ স্পিনার শেন ওয়ার্ন মারা গেছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার বয়স হয়েছিল ৫২ বছর। ফক্স ক্রিকেট বিষয়টি নিশ্চিত করেছে।

এছাড়া ওয়ার্ন ম্যানেজমেন্ট এক বিবৃতি দিয়ে জানিয়েছে, সাবেক অজি ক্রিকেটার শেন ওয়ার্নকে তার থাইল্যান্ডের নিজ বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায়। কোন সাড়া শব্দ করছিলেন না তিনি। চিকিৎসকদের একটি দল তাকে বাঁচানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। তার পরিবার আপাতত এর বেশি কিছু না জানাতে অনুরোধ করেছেন।

অস্ট্রেলিয়ার জার্সিতে ১৯৯২ সালে তার টেস্ট অভিষেক হয়। ২০০৭ সাল পর্যন্ত টেস্ট খেলেছেন এই কিংবদন্তি লেগ স্পিনার। ১৪৫ টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ উইকেট নিয়েছেন। তিনি ১৯৪ ওয়ানডে খেলে উইকেট নিয়েছেন ২৯৩টি।

শুক্রবার মারা গেছেন অস্ট্রেলিয়ার আরেক কিংবদন্তি উইকেটরক্ষক রোড মার্শ। তার মৃত্যুতে টুইট বার্তায় শোক প্রকাশ করেন ওয়ার্ন। লেখেন, ‘রোড মার্শের মৃত্যুতে শোকাহত। তিনি অস্ট্রেলিয়ার একজন কিংবদন্তি। দেশটির অসংখ্য নারী ও পুরুষ ক্রিকেটারের উৎসাহের নাম ছিলেন মার্শ।’: ফাইল

শেন ওয়ার্ন অস্ট্রেলিয়ার ১৯৯৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য। তিনি ২০০৫ সালে শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেললেও ঘরোয়া ক্রিকেট খেলে গেছেন ২০১৩ পর্যন্ত। আইপিএলে রাজস্থান রয়্যালসকে শিরোপা জিতিয়েছেন তিনি। শেন ওয়ার্ন উইজডেনের পাঁচজন শতাব্দি সেরা ক্রিকেটার একজন।

এবিসিবি/এমআই

Translate »