Type to search

Lead Story আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়া তার লক্ষ্য অর্জন করবে: প্রসিডেন্ট পুতিন

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনে দেশটির হামলা অব্যাহত রয়েছে। এর মধ্যে আজ বৃহস্পতিবার (৩ মার্চ) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ইউক্রেনের তার লক্ষ্য অর্জন করবে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার লক্ষ্য হচ্ছে ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং নিরপেক্ষ অবস্থায় আনা।

বৃহস্পতিবার (৩ মার্চ) পুতিন অঙ্গীকার করেছেন যে ইউক্রেনের ‘জাতীয়তাবাদী’দের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোন আলাপে এসব মন্তব্য করেছেন পুতিন। খবরে বলা হয়েছে, মাখোঁর সঙ্গে পুতিনের ৯০ মিনিটের কথা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ম্যাক্রোর এক সহযোগী বলেন, পুতিনের সঙ্গে কথা বলার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন।

এবিসিবি/এমআই

Translate »