Type to search

Lead Story আন্তর্জাতিক

ইউক্রেন থেকে ১০ লক্ষ মানুষ পালিয়েছে: জাতিসংঘ

গত বৃহস্পতিবার ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এই এক সপ্তাহে রুশ আগ্রাসন থেকে রক্ষায় ১০ লাখ ইউক্রেনীয় নাগরিক দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, বিশ্বে ২০১৫ সালের শরণার্থী সংকটে অন্তত ১৩ লক্ষ মানুষ শরণার্থী হয়েছিল। কিন্তু ইউক্রেনে চলমান সংঘাতের মাত্র এক সপ্তাহে দেশটি থেকে শরণার্থী হওয়া মানুষের সংখ্যা ২০১৫ সালের সংকটকে প্রায় ছাড়িয়ে গেছে।

ইউক্রেনে রুশ হামলার ফলে সৃষ্ট শরণার্থী সংকট নিয়ে একটি বিবৃতি দিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।

টুইটারে দেওয়া বিবৃতিতে তিনি জানান, ইউক্রেনে থাকা লাখো মানুষকে যাতে জীবন রক্ষাকারী মানবিক সহায়তা প্রদান করা যায়, সে জন্য গোলাগুলি বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার আশঙ্কা, এই সংঘাত প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হতে পারে আর তাদের ত্রাণের প্রয়োজন হবে।

হামলার সপ্তম দিনে গতকাল বুধবার ইউক্রেনের রাজধানী কিয়েভ, উত্তর-পূর্বাঞ্চলে খারকিভ, দক্ষিণ-পূর্বাঞ্চলে মারিওপোল, উত্তরাঞ্চলের চেরনিহিভ শহরে বিমান ও গোলা হামলা বাড়িয়ে দেয় রাশিয়া। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী খেরসন দখলে নিয়েছে তারা। দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার ছত্রীসেনারা নেমে শহরটি দখল নেওয়ার চেষ্টা করছেন।

এবিসিবি/এমআই

Translate »