Type to search

Lead Story জাতীয়

আমেরিকা থেকে ছয় কোটি ১০ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে এখন পর্যন্ত কোভিড-১৯ টিকার সর্বোচ্চ অনুদান পেয়েছে বাংলাদেশ। দেশটি থেকে বাংলাদেশ মোট ছয় কোটি ১০ লাখ (৬১ মিলিয়ন) ডোজ টিকা পেয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভ্যাক্সের আওতায় আমেরিকা বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯-এর আরও এক কোটি (১০ মিলিয়ন) ডোজ টিকা অনুদান প্রদানের মাধ্যমে সারাদেশে টিকাদান সম্প্রসারণের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অনুদান দেওয়া কোভিড-১৯ টিকার সর্ববৃহৎ গ্রহীতা হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লা-ফেইভ জানান, ফাইজারের তৈরি টিকার সর্বশেষ এই অনুদানের মাধ্যমে আমাদের দুই দেশের মধ্যকার অংশীদারিত্ব ও বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে বাংলাদেশকে কভিড-১৯ ভ্যাকসিন বেশি প্রদানে আমেরিকার জনগণের উদারতার বিষয়টিই উঠে এসেছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এর মাধ্যমে নিরাপদে ও দক্ষতার সাথে মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দিতে বাংলাদেশ সরকার ও টিকা কার্যক্রমের দ্রুত সম্প্রসারণে সম্পৃক্ত সকল অংশীদারের কাজের প্রতিফলন ঘটেছে।

বিশ্বব্যাপী কোভ্যাক্স কার্যক্রমের আওতায় করোনা টিকার অতি-শীতলীকৃত মজুদ, পরিবহন ও নিরাপদ ব্যবহার-বিধি অনুসরণে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ৪ বিলিয়ন ডলার অনুদান দিয়েছে। বিশ্বব্যাপী কভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের ন্যায়সঙ্গত সুযোগ তৈরির লক্ষ্যে প্রদত্ত এই অনুদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম দাতাদেশে পরিণত হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »