Type to search

খেলাধুলা

ইংল্যান্ডকে হটিয়ে ওয়ানডে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে টানা ২ ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। ২ দলের আরও একটি একদিনের ম্যাচ বাকি রয়েছে। সেটি আগামী ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রথম দুটি ম্যাচও একই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করে সফরকারীদের সামনে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রানের বিশাল স্কোর দাঁড় করায় স্বাগতিকরা। জবাবে ৪৫.১ ওভারে ২১৮ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। এতে ৮৮ রানের জয় পায় বাংলাদেশ। এই জয়ের ফলে ইংল্যান্ডকে হটিয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষস্থানেও উঠে এলো টাইগাররা।

বর্তমানে ১৪ ম্যাচে ১০ জয়ে বাংলাদেশের পয়েন্ট ১০০। এক ম্যাচ বেশি খেলে ৯৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। তৃতীয় স্থানে থাকা ভারতের পয়েন্ট ৭৯। তারা ১২ ম্যাচ খেলে ৮টিতে জয় পেয়েছে।

এবিসিবি/এমআই

Translate »