Type to search

Lead Story আন্তর্জাতিক

রাশিয়ার দুই হাজার ৮০০ সেনা নিহত’

ইউক্রেনে সংঘাতের সময় রাশিয়ার বাহিনীর অন্তত ২ হাজার ৮০০ সেনা নিহত হয়েছে। এছাড়া দেশটি ৮০ টি ট্যাংক হারিয়েছে। ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী হানা মালইয়ার শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এই তথ্য জানান।

এছাড়া তিনি তার ফেসবুক পাতায় বলেন, রাশিয়ান বাহিনী ৫১৬টি সাঁজোয়া যুদ্ধযান, ১০টি বিমান ও সাতটি হেলিকপ্টার হারিয়েছে।

এর আগে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এখন পর্যন্ত সংঘাতে রাশিয়ার এক হাজারের বেশি সেনা নিহত হয়েছে।

এদিকে রাশিয়ার সামরিক বাহিনী বলেছে, তারা পশ্চিম দিক থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভকে অবরুদ্ধ করেছে। এছাড়া কিয়েভের বাইরে হোস্টোমেল বিমানবন্দর তারা দখল করে নিয়েছে।

এছাড়া, সর্বশেষ ইউক্রেনের সেনাবাহিনীকে দেশটির সরকার উৎখাতের আহ্বান জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন সেনাবাহিনীর উদ্দেশে এক টেলিভিশন ভাষণে পুতিন এমন আহ্বান জানান।

এবিসিবি/এমআই

Translate »