Type to search

Lead Story আন্তর্জাতিক

রাশিয়ার ৫০, ইউক্রেনের ৪০ সেনা নিহত, দাবি কিয়েভের

ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার অন্তত ৫০ জন সেনাকে হত্যা করেছে। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালিয়ে অন্তত ৫০ জন সেনাকে হত্যা করা হয়েছে।

অন্যদিকে রাশিয়ার হামলায় ৪০ জনের বেশি ইউক্রেনের সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাজধানী কিয়েভ। এছাড়া ইউক্রেনের বেসামরিক লোক নিহত হয়েছে অন্তত ১০ জন।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে, তারা ইউক্রেনের বিমানঘাঁটি ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে নির্ভুল অস্ত্র দিয়ে ধ্বংস করেছে।

এদিকে ইউক্রেন আরও দাবি করেছে, তারা বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলে রুশ সেনাবাহিনীর পাঁচটি বিমান এবং একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে।

আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) সকালের দিক ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যখন পুতিনকে আগ্রাসন বন্ধ করতে অনুনয় করেন ঠিক একই সময় এক টেলিভিশন ভাষণে পুতিন ডনবাসে অভিযানের ঘোষণা দেন। বিবিসি, এনডিটিভি, এএফপি।

এবিসিবি/এমআই

Translate »