Type to search

রাজনীতি সারাদেশ

রাজশাহীতে জুতা পরে শহীদ মিনারে বিএনপি নেতার শ্রদ্ধা!

জেলা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি সম্মান দেখাতে গিয়ে উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু জুতা পরে শহীদ মিনারে উঠে শহীদদের অসম্মানিত করেছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাঘা উপজেলা সদরে অবস্থিত শাহদৌলা সরকারী কলেজের শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান ফকরুল হাসান বাবলুকে জুতা পরা অবস্থায় দেখতে পাওয়া যায়। এর কিছুক্ষন পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার শহীদ মিনারে জুতা পরে দাঁড়িয়ে থাকার ছবি ভাইরাল হয়। এ ঘটনায় অনেকেই নিন্দা জানান।

এ প্রসঙ্গে ওই বিএনপি নেতার সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে একই দলের প্রতিপক্ষদের কার-সাজি দাবি করলেও পরক্ষনে জানান, অসাবধানতাবশত তিনি জুতা পড়ে শহীদ মিনারে উঠে গিয়ে ছিলেন।

বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল জানান, বিষয়টি ফেসবুকের মাধ্যমে জেনেছি। আমরা এ ঘটনার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত  নেব।

এবিসিবি/এমআই

Translate »