ইয়েমেনে অপহৃত জাতিসংঘের পাঁচ কর্মকর্তার একজন বাংলাদেশি
ইয়েমেনে গত শুক্রবার অপহৃত ৫ জাতিসংঘের কর্মীর মধ্যে একজন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়েছে আমেরিকার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ স্থায়ী মিশন।
সোমবার (১৪ ফেব্রুয়ারী) মিশনের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে। তার নাম এ কে এম সুফিউল আনাম। তিনি জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কো-অর্ডিনেশন অফিসার হিসেবে কর্মরত। তাকেসহ অপহৃত ৫জনকে উদ্ধারে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা সম্পর্কিত বিভাগ তৎপরতা চালিয়ে যাচ্ছে।
এদিকে ডয়েচে ভেলের সংবাদে বলা হয়েছে, ওই ৫ কর্মকর্তাকে অপহরণ করেছে আল কায়দার একটি গ্রুপ। তাদের মুক্তির জন্য মুক্তিপণসহ সরকারি কর্তৃপক্ষের হাতে আল কায়দা জঙ্গিদের মুক্তি দাবি করেছে অপহরণকারীরা।
সূত্র জানা গেছে, সুফিউল আনাম জাতিসংঘের একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে অপহৃত হয়েছেন। এ কারণে তাকে উদ্ধারের বিষয়টিও পুরোপুরি জাতিসংঘের এখতিয়ার। এ ক্ষেত্রে বাংলাদেশ স্থায়ী মিশনের পক্ষ থেকে জাতিসংঘের সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ রেখে খোঁজ-খবর রাখা হচ্ছে। এ ধরনের অপহরণের ক্ষেত্রে জাতিসংঘের দেওয়া তথ্যের বাইরে আর কোনো তথ্যের ওপর নির্ভর করার সুযোগ নেই। আবার উদ্ধার কার্যক্রমও কেবল জাতিসংঘই চালাতে পারে।
এর আগে জাতিসংঘের অন্যতম মুখপাত্র গিকি রাসেল জানিয়েছিলেন, ইয়েমেনের আবিয়ান প্রদেশ থেকে ওই পাঁচ কর্মীকে অপহরণ করা হয়েছে। এর মধ্যে ৪ জনই ইয়েমেনের। শুধু সুফিউল আনাম বিদেশি।
এবিসিবি/এমআই