Type to search

Lead Story জাতীয়

ফের করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত ৭,২৬৪

corona-সারা বিশ্বে ২৪ ঘণ্টায় ৭ লাখ মানুষ করোনাক্রান্ত-এবিসিবি নিউজ-abcb news

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে শনাক্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনায়  ২৮ হাজার ৭৪৪ জনের মৃত্যু হয়েছে।

এর আগেরদিন বুধবার দেশে কোভিড-১৯ ৩৩ জনের মৃত্যু হয়েছিল। সেই তুলনায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে।

একই সময়ে ৪২ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষায় সাত হাজার ২৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পজিটিভ শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৬ লাখ ৪৪ হাজার ৬২৮ জন।

তাদের মধ্যে ঢাকা বিভাগের ২২ জন, চট্টগ্রাম বিভাগের ৬জন, রাজশাহী বিভাগের ৫ জন, খুলনা বিভাগের ৩ জন, সিলেট বিভাগে ২ জন ও রংপুর বিভাগের ৩ জন রয়েছেন।

এবিসিবি/এমআই

Translate »