নারায়ণগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ২
জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় ২ কিশোরীকে ধর্ষণের অভিযোগে সজল ও রাকিব নামে ২ যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর ও সদরের পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো—গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার খোপড়া এলাকার খুবির মজুমদারের ছেলে সজল (২৬) ও নারায়ণগঞ্জ সদরের শহীদনগর এলাকার দুই নম্বর গলির আবুল কালামের ছেলে রাকিব (২২)।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত সোমবার বিকালে ফতুল্লার পশ্চিম তল্লার এলাকার বাসার সামনে থেকে ১৪ ও ১৫ বছর বয়সী দুই কিশোরীকে বেড়ানোর কথা বলে ঐ ২ যুবক ফুসলিয়ে নিয়ে যায়। এরপর তাদের পৃথক স্থানে ধর্ষণ করে। পরদিন মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) রাত ১০টায় ছেড়ে দেয়। এ ঘটনায় গতকাল বুধবার ২ পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। এতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ২ জনকে আটক করে।
এবিসিবি/এমআই