Type to search

Lead Story রাজনীতি

বাসায় ফিরতে চান খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। রক্তক্ষরণ আপাতত বন্ধ রয়েছে। এ অবস্থায় চিকিৎসকরা তাকে গুলশানের বাসভবনে রেখে চিকিৎসার চিন্তাভাবনা করছিলেন। কিন্তু দেশে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তারা এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না। বেগম জিয়া নিজেও চাইছেন বাসায় ফিরে যেতে।

সূত্র জানায়, বেগম জিয়াকে বাসায় নিতে তার বাসভবন ফিরোজার সব সদস্যের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। গত বৃহস্পতিবার এসব টেস্ট করা হয়। এতে সবার ফলাফল নেগেটিভ এসেছে।

সংশ্লিষ্ট একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, বেগম জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধিতে শঙ্কিত। আবার যে কোনো সময় শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে তার বলে উদ্বেগ রয়েছে। তাই বাসায় নেওয়ার সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছেন তারা।

তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম জিয়া নিজেও এখন আর হাসপাতালে থাকতে চাইছেন না। এভারকেয়ার হাসপাতালে তিনি প্রায় আড়াই মাস ধরে চিকিৎসাধীন। চিকিৎসকরাও মনে করছেন, বাসায় পারিবারিক পরিবেশে রাখতে পারলে ভালো হতো। অন্যদিকে হাসপাতালে প্রতিনিয়ত করোনা রোগীর আগমন ঘটছে। এতে খালেদা জিয়াও শনাক্ত হতে পারেন। এর আগেরবার তিনি হাসপাতালে থেকেই দ্বিতীয়বার করোনাক্রান্ত হয়েছিলেন।

বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার একটু উন্নতি হওয়ায় গত ৯ জানুয়ারি তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। এর পর থেকেই তিনি বাসায় ফিরে যেতে চাচ্ছেন বলে সংশ্লিষ্টরা জানান।

এবিসিবি/এমআই

Translate »