Type to search

Lead Story খেলাধুলা

ভারতকে ১৬ বছর পর হোয়াইট ওয়াশ করলো দ. আফ্রিকা

১৬ বছর পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হোয়াইট ওয়াশের সম্মুখীন হতে হলো ভারতকে। কেপ টাউনে তিন ম্যাচ সিরিজের শেষটিতে চার রানে হেরেছে সফরকারীরা।

এক ম্যাচে কতকিছু হলো। ডি কক সেঞ্চুরি করলেন। কোহলি ফিফটি পেয়ে উদযাপন করলেন গ্যালারিতে বসে থাকা মেয়েকে উদ্দেশ্য করে। আরেকবার তিনি পুড়লেন সেঞ্চুরি আক্ষেপেও। কিন্তু অনেক কাছে গিয়েও জিততে পারলো না ভারত।

সিরিজের সবগুলো ম্যাচ হেরে হয়েছে হোয়াইট ওয়াশ। টেস্ট সিরিজও হেরেছে ২-১ এ। তাই, অনেকটা শূন্য হাতেই দক্ষিণ আফ্রিকা থেকে ফিরতে হচ্ছে ভারতকে।

সর্বশেষ ২০০৬ সালে হোয়াইট ওয়াশ হয়েছিলো ভারত। তারপর এই প্রথম প্রোটিয়াদের কাছে ধবলধোলাই হলো দেশটি।

রবিবার কেপটাউনে দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করে ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৮৭ রান করে। জবাবে ৪৯.২ ওভারে ২৮৩ রানে অলআউট হয় ভারত।

এবিসিবি/এমআই

Translate »