ফের বাড়ছে করোনা, একদিনে শনাক্ত ৬,৬৭৬ জন
দেশে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৬৭৬ জন করোনা রোগী আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে সময়ের মধ্যে প্রাণ গেছে ১০ জনের। সোমবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৪২১ জনের নমুনা পরীক্ষায় ছয় হাজার ৬৭৬ জনের শরীরে করোনা আক্রান্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জন। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ১০ জনকে নিয়ে এখন পর্যন্ত করোনায় ২৮ হাজার ১৫৪ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে দেশে নতুন করে ৪২৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লক্ষ ৫৩ হাজার ৩২০ জন।
এর আগে, রবিবার দেশে ঘণ্টায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। এদিন, ২৯ হাজার ৩০৫ জনের নমুনা পরীক্ষায় পাঁচ হাজার ২২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পজিটিভ শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৮২ শতাংশ।
এবিসিবি/এমআই