Type to search

Lead Story জাতীয়

দেশে করোনায় আরো ২ হাজার ৪৫৮ জন আক্রান্ত

দেশে গত ২৪ ঘন্টায় নতুন কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন দুই হাজার ৪৫৮ জন। সংক্রমণের হার বেড়েছে দশমিক ৪৪ শতাংশ। গতকাল এই হার ছিল আট দশমিক ৫৩ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ৮ দশমিক ৯৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা আক্রান্ত ২জন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১০৭ জনে। মৃত্যুর হার এক দশমিক ৭৬ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ২৭ হাজার ৩৯৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী আক্রান্ত হয়েছে দুই হাজার ৪৫৮ জন। গতকাল ২৬ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল দুই হাজার ২৩১ জন।
দেশে এখন পর্যন্ত এক কোটি ১৭ লাখ ৯৮ হাজার ৩৮৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৯৮ হাজার ৩৮৯ জন।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২০ হাজার ২৮৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে এক হাজার ৯২০ জন। শনাক্তের হার ৯ দশমিক ৪৬ শতাংশ। গতকাল এই হার ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ। আজ এই জেলায় করোনা শনাক্ত হয়ে কেউ মারা যায়নি।
আজ চট্টগ্রাম ও খুলনা বিভাগে এক জন করে মারা গেছেন। তবে ঢাকা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৭৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ৫১ হাজার ৩৮৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০৬ শতাংশ।

এবিসিবি/এমআই

Translate »