Type to search

Lead Story আন্তর্জাতিক

ভারতে একদিনে কোভিড-১৯ আক্রান্ত ৯০ হাজার ৯২৮ জন

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন। যা গত ২৪ ঘণ্টার তুলনা বহুগুণ বেশি। এর মধ্যে ওমিক্রনে শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৩০ জন। এ সময়ের মধ্যে দেশটিতে মৃত্যু হয়েছে ৩২৫ জনের।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এসব তথ্য জানায়।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ওমিক্রনে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছেন মহারাষ্ট্রে ৭৯৭ জন। এর পর দিল্লিতে আক্রান্ত হয়েছেন ৪৬৫ জন।

এর আগে গতকাল দেশটিতে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ৫৮ হাজার ৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন ১৯ হাজার ২০৬ জন। বর্তমানে দেশটিতে সুস্থতার হার ৯৭.৮১ শতাংশ। এ পর্যন্ত সুস্থ হয়েছেন তিন কোটি ৪৩ লাখ ৪১ হাজার নয় জন। বর্তমানে করোনাক্রান্ত হয়ে চিকিৎসাধীন ২ লাখ ৮৫ হাজার ৪০১ জন।

ইতোমধ্যে দেশের ২৬ রাজ্যে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। এ ছাড়া রাজস্থানে করোনার নতুন এ ধরনে আক্রান্ত হয়ে ৭৩ বছর বয়সি এক বৃদ্ধ মারা গেছেন। করোনার নতুন ধরনে ভারতে তিনিই প্রথম মারা গেলেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, তিনি ভ্যাকসিন নিয়েছিলেন এবং সম্প্রতি ভ্রমণও করেননি।

এবিসিবি/এমআই

Translate »