Type to search

Lead Story জাতীয় শিক্ষা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আজ

পরীক্ষা পরীক্ষার্থী এসএসসি এইচএসসি-এবিসিবি নিউজ-abcb news

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ।

আজ বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর সকালে রাজধানীর শেরেবাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করা হবে।
বিশ্বব্যাপী কোভিড-১৯ অতিমারির কারণে সারাদেশে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।
সংক্ষিপ্ত সিলেবাসে ৩টি নৈর্বোচনিক বিষয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ইংরেজি বাংলার মতো আবশ্যিক বিষয়গুলোতে পরীক্ষা না নিয়ে পূর্বের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়।

এবিসিবি/এমআই

Translate »