Type to search

Lead Story কমিউনিটি

মালয়েশিয়ায় যেতে যেসব বিষয়ে মানতে হবে

মালয়েশিয়ার স্থগিত হওয়া শ্রমবাজার চালু করতে ২ দেশের মধ্যে গত ১৯ ডিসেম্বর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তবে এখনো পর্যন্ত মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হয়নি। তাই যারা মালয়েশিয়ায় কাজ করতে যান, তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সরকার। কাউকে এ বিষয়ে টাকা-পয়সা না দেওয়ার জন্য বলা হচ্ছে।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) রবিবার (২৬ ডিসেম্বর) এক সতর্ক বার্তায় বলা হয়েছে, মালয়েশিয়ায় যাওয়ার জন্য বেসরকারি রিক্রুটিং এজেন্সির সাথে এখনই আগাম লেনদেন করা থেকে সতর্ক থাকতে হবে। কেননা এবার বিএমইটির তথ্যভান্ডার থেকে কর্মী পাঠানো হবে মালয়েশিয়ায়। তার আগে সরকারের পক্ষ থেকে সব তথ্য জানানো হবে।

বিএমইটি আরও বলছে, তথ্যভান্ডারে যাদের নাম আছে তারাই শুধু যেতে পারবেন মালয়েশিয়া। ওই দেশে চাকরির সুযোগের বিজ্ঞপ্তিও তারাই প্রকাশ করবে।

এবিসিবি/এমআই

Translate »