দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপের বিফোর্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৫টায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, নিহত বাংলাদেশি আমিনুল ইসলাম ও জাফর আহমেদ বাড়ি নোয়াখালী জেলায়। শহরে দোকানের মালামাল কিনে ব্যবসাপ্রতিষ্ঠানে ফেরার পথে হাইওয়েতে মালভর্তি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেলে ঘটনাস্থলে তারা মৃত্যুবরণ করেন।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি কমিউনিটির নেতাকর্মীরা মৃত্যুর রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এবিসিবি/এমআই