Type to search

সারাদেশ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু, আহত ৫

জেলা প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা ও মধুখালী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী ও ২ নারীর মৃত্যু হয়েছেন। এ ঘটনায়  আরও ৫জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের মানিকনগর এলাকায় পিকআপের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে ঘটনাস্থলেই ২ নারী নিহত হন। এতে আহত হয়েছেন আরও ৫ জন। তাদের উদ্ধার করে পাঠানো হয়েছে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে।

নিহত ২ নারী হলেন- সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি এলাকার রব্বান শেখের স্ত্রী নবী বেগম (৫৫) ও তার নাতনি ময়না বেগম (২৫)। তারা মাঝারদিয়া থেকে ফরিদপুর আত্মীয়র বাড়ি আসছিল।

অপরদিকে, বিজয় দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় সাজেদা পারভীন নামে ষষ্ঠ শ্রেণির ১ ছাত্রী মৃত্যু হয়েছে। সাজেদা উপজেলার পাইলট স্কুলে বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষকদের সাথে এসেছিল।

করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মামুন আবদুল্লাহ বলেন, এমএম পরিবহন নামে একটি সাজেদাকে চাপা দেয়। তাকে ফরিদপুর শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »