Type to search

Lead Story আন্তর্জাতিক

হাইতিতে তেলের ট্যাংকার বিস্ফোরণে ৬০ জনের মৃত্যু

জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে হাইতির দ্বিতীয় বৃহত্তম শহর কেপ-হাইতিয়েনে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (১৩ ডিসেম্বর) রাতে এই বিস্ফোরণ ঘটে।কেপ-হাইতিয়েনের ডেপুটি মেয়র প্যাট্রিক আলমনর জানান, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬০। পুরো পরিস্থিতিকে ‘গুরুতর’ উল্লেখ করে তিনি রক্তদানের জন্য মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি জানান, শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে রয়েছেন আরও অনেকে। বিস্ফোরণের আগুনে প্রায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বেশিরভাগ বাড়ি যতদ্রুত সম্ভব ভেঙে ফেলতে হবে।স্থানীয় কর্মকতারা জানান, উদ্ধার অভিযান চলছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে।

এই ঘটনায় তিনদিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি।

এবিসিবি/এমআই

Translate »