Type to search

সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ, অপেক্ষায় সহস্রাধিক যানবাহন

জেলা প্রতিনিধিঃ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘাট এলাকায় সহস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

জানা গেছে, ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের সাড়ে ৪ কিলোমিটার অংশ জুড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। এছাড়া, জিরো পয়েন্ট থেকে বাইপাস সড়কের আড়াই কিলোমিটার অংশ জুড়ে রয়েছে ব্যক্তিগত গাড়ির এবং দৌলতদিয়া ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দের মোড়ে ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে রয়েছে প্রায় দুই কিলোমিটার পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের সারি।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম জিল্লুর রহমান ও ঘাট কর্তৃপক্ষ বলেন, গত রাত ১১টার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কুয়াশা ঘন হয়ে তীব্র আকার ধারণ করে। এতে নদীর চ্যালেনের বিকন বাতি ও মার্কিন পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। পরে দুঘর্টনা এড়াতে এ নৌরুটের সবগুলো ফেরি চলাচল কর্তৃপক্ষ বন্ধ করে দেয় ঘাট।

এবিসিবি/এমআই

Translate »