Type to search

Lead Story রাজনীতি

আইন নয়, বেগম জিয়ার বিদেশে যেতে বাধা সরকার

আইন নয়, সরকারই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১ ডিসেম্বর) বেলা ১১.৩০টার দিকে রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি  একথা বলেন।

মির্জা ফখরুল বলেছেন, ‘কেন সরকার বেগম জিয়াকে বিদেশে যেতে দিতে চায় না? আইনের কথা বলে তারা। এই আইনের মধ্যেই বলা আছে, ইচ্ছা করলে তাকে যেতে দিতে পারে সরকার। বাধা আইন নয়, বাধা হচ্ছে আওয়ামীলীগ সরকার। এই ফ্যাসিবাদী সরকার তাকে রাজনীতি থেকে সরিয়ে দিয়েছে।’

বেগম জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি জানান, আজকে বিএনপি চেয়ারপারসন খালেদাকে তারা কথা বলতে দিতে চায় না। রাজনীতি থেকে তাকে সরিয়ে দিয়েছে।

এবিসিবি/এমআই

Translate »