Type to search

সারাদেশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নির্বাচনি সহিংসতায় নিহত ৩

জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটকেন্দ্রে অবরুদ্ধ সহকারী প্রিসাইডিং অফিসার, পুলিশ ও আনছার বাহিনীর সদস্যদের উদ্ধার করতে গিয়ে বিজিবির গুলিতে ২জনের মৃত্যু হয়েছেন।

রবিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৩ নম্বর খনগাঁও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতরা হলেন- মুজা (৩৩) ও শাহপলি (২৯) ও আদিত্য বর্মণ (১৬)। মুজা ওই ইউনিয়নের নীলাহার এলাকার তমিজ উদ্দীনের ছেলে এবং শাহপলি একই ইউনিয়নের হবিবপুর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। আর ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আদিত্য বর্মণের বাড়ি।

এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘খনগাঁও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়। এরপর ফল ঘোষণায় দেরি হওয়ায় প্রিসাইডিং অফিসারের সাথে বাকবিতণ্ডা হয় একজন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের। পরে প্রিসাইডিং অফিসার ফলাফল ঘোষণা করলে ঘোষিত ফলাফলে সমর্থকরা সন্তুষ্ট না হওয়ায় ভোটকেন্দ্র অবরুদ্ধ করে ফেলে তারা। এ সময় প্রিসাইডিং অফিসার বের হয়ে গেলেও অবরুদ্ধ পড়েন একটি কক্ষে কয়েকজন পুলিশ সদস্যসহ আনসার সদস্যরা।  ওখানে উপস্থিত বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছুড়তে বাধ্য হন। এতে মুজা, শাহপলি ও আদিত্য বর্মণ’ ঘটনাস্থলে নিহত হন।

এবিসিবি/এমআই

Translate »