Type to search

জাতীয়

দেশে করোনায় আরো ৭ জনের মৃত্যু, শনাক্ত ২৫৩

করোনা আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৪৬ জনে। এছাড়া ২৫৩ জনের শরীরে করোনা আক্রান্ত হয়েছে।

এর আগেরদিন বৃহস্পতিবার দেশে করোনায় ৫জনের মৃত্যু হয়েছিল এবং ২৪৪ জনের শরীরে করোনা আক্রান্ত হয়েছিল। সেই তুলনায় করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ১২৪ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৫৩ জনের শরীরে করোনা আক্রান্ত হয়। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭৩ হাজার ৭১১ জনে। যেখানে শনাক্তের হার এক দশমিক ৪০ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ২৯৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৭ হাজার ৮১৬ জন।

Translate »