Type to search

বিনোদন

শ্মশান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সুশান্তের ৫ আত্মীয় নিহত

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের পরিবারের ৫ জনের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত মঙ্গলবার সকালে বিহারের লখিসারাইতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রয়াতদের মধ্যে ১ জন সুশান্তর বড় বোনের স্বামী। এছাড়া সুশান্তর দুই ভাগনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হলসি থানা এলাকায় একটি ট্রাক এবং একটি সুমো গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। সুমো গাড়িটিতে ছিলেন সুশান্তর পরিবারের সদস্যরা। সকাল সোয়া ৬টার দিকে ভয়ংকর দুর্ঘটনাটি ঘটে।

পরিবারের ৫ সদস্য ছাড়াও ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাড়ির চালকের, গুরুতর আহত আরও চারজন। দুর্ঘটনায় প্রাণ হারানো ৬ জনের দেহ ময়নাতদন্তের জন্য লখিসারাইয়ের হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে আহতদের পাটনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মৃতদের সবাই পরিবারের এক সদস্যের শেষকৃত্যে যোগ দিতে পাটনা গিয়েছিলেন। সেখান থেকে অনুষ্ঠানে জামুইখেরা ফেরার পথে ঘটে এ দুর্ঘটনা। গোটা মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।

এবিসিবি/এমআই

Translate »