Type to search

অর্থ ও বাণিজ্য

দারাজসহ ২৩ ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ই-কমার্স প্রতিষ্ঠান দারাজসহ ২৩ প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক হিসাব তলব ক‌রে‌ছে। গতকাল বুধবার (৩ নভেম্বর) বিএফআইইউ সূত্রে এসব তথ্য জানা যায়।

গত সোমবার (১ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ৩ গোয়েন্দা সংস্থা থেকে ই-কমার্স প্রতিষ্ঠানের পৃথক তালিকা দেওয়া হয় বিএফআইইউকে। এসব গোয়েন্দা সংস্থা‌র কালো তালিকাভুক্ত চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবার মালিকানাধীন দারাজ নতুন করে উঠে নাম এসেছে এই ২৩টি ই-কমার্স প্রতিষ্ঠানের। সেই তালিকার ভিত্তিতে বিএফআইইউ এসব প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য চেয়েছে।

ব্যাংক হিসাব তলব করা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ম‌ধ্যে র‌য়েছে- দারাজ ও এর স্বত্বাধিকারী আলিবাবা ডটকম এবং প্রিয়শপ ও প্রতিষ্ঠানটির প্রধান আশিকুল আলম খান, বাংলাদেশ ডিল ও কোম্পানির ফারজানা কবির ইশিতা ও ফিদা মাহমুদ আশফাক, ইনফিনিটি মার্কেটিং ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ওয়ালমার্ট ও এর ব্যবস্থাপনা পরিচালক শেখ ফরিদ আহম্মদ, আলীফ ওয়ার্ল্ড ও এর এমডি রাশেদুল ইসলাম রেয়ন, পরিচালক মিজানুর রহমান, সাজ্জাদ ও সাইফ; অ্যামস বিডি ও এর এমডি আশেকুল ইসলাম তানজীল, চেয়ারম্যান কায়সার হাবিব, পরিচালক মো. আবদুর রউফ বারেক, আহনাফ তাহমিদ নাহিয়ান ও মো. কামরুজ্জামান; অ্যানেক্স ওয়ার্ল্ড ওয়াইড ও এর চেয়ারম্যান মোহাম্মদ আলী রিমন, এমডি মোহাম্মদ জুলফিকার আলী, পরিচালক মো. মোফাজ্জেল হোসেন ও মো. ফিরোজ আলম এবং ব্রাইট হ্যাশ ও এর মালিক মো. ছালেকিনের হিসাব তলব করা হয়েছে।

এ সব প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন, জমার পরিমাণ, তাদের থেকে গ্রাহকদের পাওনা ইত্যাদি তথ্য বিশ্লেষণ করে বিএফআইইউ আগামী ১১ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগে রিপোর্ট দেবে। সেই রিপোর্টের ভিত্তিতেই  গ্রাহকদের অর্থ ফেরতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এবিসিবি/এমআই

Translate »