Type to search

সারাদেশ

রাজধানীর শাহবাগ মোড়ে বাংলাদেশ হিন্দু পরিষদের ফের অবরোধ

সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের ঘোষণার দাবিতে বাংলাদেশ হিন্দু পরিষদ আবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে।

শুক্রবার (২২ অক্টোবর) বিকাল সাড়ে ৩টা থেকে শাহবাগ মোড় অবরোধ শুরু করেন পরিষদের নেতাকর্মীরা। তাদের অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ বিঘ্নত হয়েছিল। শাহবাগ অবরোধ থাকায় এর আশপাশের এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

বাংলাদেশ হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র বলেন, সরকারের পক্ষ থেকে সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের ঘোষণা না আসা পর্যন্ত তাদের এই অবরোধ কর্মসূচি তারা অব্যাহত রাখবেন।

এবিসিবি/এমআই

Translate »